কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ টুর্নামেন্টে সবদিক দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখালো চিলি। টানা দুই ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। আর এবারের আসরে সেরা’র সবগুলো পুরস্কার জিতে নিয়েছে চিলির খেলোয়াড়রা। আসরে সর্বাধিক ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন চিলির ফরোয়ার্ড এদুয়ার্দো ভারগাস। আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলেক্সিস সানচেজ। আর্সেনালের এ ফরোয়ার্ড আসরে করেন তিন গোল। আর গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে থেকে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লভ জিতে নিয়েছেন চিলির অধিনায়ক ক্লদিও ব্রাভো। গত আসরেও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন বার্সেলোনার এ খেলোয়াড়। অন্যদিকে জার্মানির ক্লাব হোফেনহেইমের ফরোয়ার্ড ভারগাসও গত মৌসুমে সর্বোচ্চ ৪ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। রানার্স আপ আর্জেন্টিনা দলের কোনো খেলোয়াড় ব্যক্তিগত পুরস্কার পায়নি। তবে আসরের ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে দলটি।
পুরস্কার
গোল্ডেন বুট: এদুয়ার্দো ভারগাস (৬ গোল, চিলি)
গোল্ডেন বল: আলেক্সিস সানচেজ (চিলি)
গোল্ডেন গ্লভ: ক্লদিও ব্রাভো (চিলি)