শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মোবাইলে আনসারুল্লাহ বাংলাটিমের করাচি প্রধান পরিচয়ে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এ বিষয়ে রোববার রাত ১০টার দিকে তিনি শৈলকুপা থানায় একটি জিডি করেছেন। পৌর মেয়র কাজী আশরাফুল আজম হুমকি পাওয়ার কথা স্বীকার করে বলেন, রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে একটি বিদেশী নাম্বার থেকে তার কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের করাচি প্রধান পরিচয় দিয়ে বলা হয়, “আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবো। আপনি আওয়ামী লীগ করেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। আপনি আওয়ামী লীগ করেন। পার্টির পক্ষ থেকে আপনার হত্যার আদেশ হয়েছে। ডিআইজি ঝিনাইদহ ঘুরে গেছেন। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আমরা আপনার হত্যার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি উত্তরে মেয়র জানান, ভাই মারার মালিক তুমি না, আল্লাহ পাক। ক্ষমতা থাকলে তুমি এসো” এই বলে মেয়র কাজী আশরাফুল আজম ফোন কেটে দেন। এ বিষয়ে তিনি রোববার রাতে তারাবির নামাজের পর শৈলকুপা থানায় একটি জিডি করেছেন। মেয়রের আশংকা জঙ্গিরাই হয়তো তাকে হত্যার হুমকি দিয়েছে। হুমকির পর তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান। পৌর মেয়রের জিডির কথা স্বীকার করে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আমরা মেয়রের হুমকির বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছি। তিনি বলেন, আমরা অনুসন্ধান করে ট্রাকিংয়ের মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করছি। এ ছাড়া ম্যাসেজ দিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে বলেও ওসি তরিকুল জানান।