পুলিশের লাঠির আঘাতে মটরসাইকেল দুর্ঘটনা, ৩ শ্রমিক নেতা নিহত

Slider জাতীয়

 

20531_asf

 

 

 

 

সিগনাল না মানায় ট্রাকের পেছনে লাঠি ছুঁড়ে পুলিশ। সেই লাঠি মটরসাইকেলের চাকায় আঘাত করলে ট্রাকের চাপায় নিহত হন মটরসাইকেল আরোহী ৩ শ্রমিক নেতা। নিহতরা হলেন- সদর উপজেলার ঘাটুরার মালেক খন্দকারের ছেলে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শাখা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সম্পাদক  আরম আলী ভূইয়ার ছেলে আলী আজম (৪৪) ও দপ্তর সম্পাদক গণি মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪৫)। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের উদ্যেশ্যে একটি পালসার মটর সাইকেলে চড়ে রওয়ানা দেয় তিন শ্রমিক নেতা। সড়কের শান্তিনগর এলাকায় বিশ্বরোড হাইওয়ে থানার এস আই আনিছের নেতৃত্বে ডিউটি করছিল পুলিশ। সকাল সাড়ে দশটার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৪৪২০) গতিরোধ করার জন্য সিগনাল দেয় পুলিশ। গতিরোধ না করায় ক্ষোভে ট্রাকটিকে লক্ষ্য করে লাঠি ছুঁড়ে পুলিশ। লাঠিটি মটর সাইকেলের পেছনের চাকার ভেতরে ঢুকে গতি কমে যায়। এ সময় পেছনের দ্রুত গতির ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ওই তিন নেতার মৃত্যু হয়।  দুর্ঘটনার পরই বিক্ষুদ্ধ শ্রমিক ও সাধারন লোকজন লাঠিসোটা নিয়ে মহাসড়কে নেমে পড়ে। তারা ঢাকা-সিলেট-মহাসড়ক বন্ধ করে দেয়। এ সময় সড়কে পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে নানা শ্লোগানে মুখর হয়ে উঠে শ্রমিকরা। সেই সাথে এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের বিচার দাবী করে তারা। ঘটনা পরপরই ঘটনাস্থলে ছুঁটে আসেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ও র‌্যাব- ১৪ এর সদস্যরা। দুপুর সোয়া ২টার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। বিশ্বরোড হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আনিছ তখন মহাসড়কে ডিউটি করার কথা স্বীকার করলেও অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, হেলমেট বিহীন ৩ আরোহীসহ মোটর বাইকটির গতি কম ছিল। তাই পেছন থেকে ট্রাকটি চাপা দিয়েছে। নিয়মিত সিএনজি আটক করছি। তাই কিছু চালক ও সাধারন মানুষ আমাদের উপর ক্ষিপ্ত। এ জন্য যা ইচ্ছা তাই বলছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *