‘আমি নিশ্চিত, মিতু হত্যায় আরও গ্রেফতার হবে’

Slider জাতীয়

1445_87869_8365_221207

 

 

 

 

 

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দু-একজনকে গ্রেফতার হবে বলে নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 তিনি বলেন, ‘মিতুকে হত্যায় অংশ নেওয়া দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আমি নিশ্চিত, বাকিরাও গ্রেফতার হবে।’

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক সংবাদ সম্মেলেন শেষে সাংবাদিকের প্রশ্নে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত শুক্রবার গভীর রাতে বাবুলকে ডিবি কার্যালয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্দেহভাজন আসামিদের সঙ্গে কথা বলিয়ে দিতে তাকে (বাবুল) ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।’

মাহমুদা হত্যার বিষয়ে আরও প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে এতটুকুই জানি। আরও কিছু জানলে পরে জানাবো’

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘দেশে ৫০ হাজারের বেশি মাদকসংক্রান্ত মামলা ঝুলে আছে। মামলা সুরাহার জন্য প্রত্যেক জেলায় পৃথক আদালত করা হবে।

এ সময় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *