ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব আল হাসান। সিপিএলের প্রথম আসরের শিরোপাধারী জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব।
এক লাখ দশ হাজার ডলারে সাকিবকে দলে ভিড়িয়েছে গেইলের দল তালাওয়াস।
২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। সাকিবের সঙ্গে এই দলে আরো রয়েছেন কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল ও ডেল স্টেইন।
আজ জ্যামাইকা যাবার আগে নিজের ভেরিফাইড ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন সাকিব নিজেই।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সিপিএলে খেলতে ক্যারিবীয়তে যাচ্ছি। এখন আমি আমার পরিবারকে মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।