ঢাকা: কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে শিরোপা স্বপ্ন ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের। অপর সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া করেছে কলম্বিয়া। এখন টুর্নামেন্টের তৃতীয় সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।
কোপা আমেরিকার মতো আসরে তৃতীয় স্থান অধিকার করাও কম নয়! তাই দুই দলই চাইবে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে শেষটা ভালো করতে। যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান যেমন বললেন, ‘কোপা আমেরিকার মতো আসরে তৃতীয় স্থান দখলে নেয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এতে কোনো সন্দেহ নেই। কোপায় তৃতীয় সেরা হওয়ার জন্য দলের সবাই মুখিয়ে রয়েছে। তাই ম্যাচটি গুরুত্বের সঙ্গেই নিচ্ছি আমরা।’
শিরোপার অনেকটা কাছেই চলে গিয়েছিল কলম্বিয়া-যুক্তরাষ্ট্র। সেমিতে হেরে গিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সান্ত্বনার জয় খুঁজবে দুই দল। ক্লিন্সম্যান বলেন, ‘অবশ্যই সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে আমরা শিখেছি। নিজেদের সেরাটা দিয়েই লড়েছি। কিন্তু ফলটা আমাদের পক্ষে আসেনি। ওই ম্যাচের ভুলগুলো শুধরে কলম্বিয়ার বিপক্ষে ভালো খেলতে চাই। ওই ম্যাচটি জিততে চাই। কেননা তৃতীয় হতে পারাটাও ছেলেদের জন্য গর্বের।’
অপরদিকে কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যানের কণ্ঠেও বেজে উঠল শেষটা রাঙানোর অভিপ্রায়, ‘টুর্নামেন্টের আগের ম্যাচ থেকে অনেক কিছুই শিখেছি। শেষটা রাঙাতে চাই। নিশ্চয়ই আমাদের, কলম্বিয়ার মানুষের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। কলম্বিয়ার সবাই চেয়েছিল, আমরা চ্যাম্পিয়ন হই। আমরা জানি আমাদের গন্তব্য কোথায়। কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান করেই মাঠে নামব।’
আন্তর্জাতিক ম্যাচে এ পর্যন্ত ৮ ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাত্র ২বার জিতেছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়া জিতেছে পাঁচবার। আর বাকি ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে। চলতি আসরে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল দু’দল। ওই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে কলম্বিয়া।