গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর আজিমপুর কাঁচাবাজারের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত সাবু হোসেন (৪৫) মারা গেছেন। রোববার সকাল সাতটার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে তিনি মারা যান। তিনি হাজী সেলিমের অনুসারী।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ১২টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদসংলগ্ন কাঁচাবাজার দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই কাঁচাবাজার থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা ওঠে। দীর্ঘদিন ধরে এই বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই কাঁচাবাজার থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারী মফিজ আলম ও তার বাহিনী চাঁদা তুলতো। তাদের ছত্রছায়ায় কাঁচাবাজারটি চলছিল। হাজী সেলিম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নেতাকর্মীরা বাজারটি দখলের চেষ্টা চালায়। কয়েকদিন আগে হাজী সেলিম কাঁচাবাজারটি উচ্ছেদ করে ফেলেন। এতে মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারীরা হাজী সেলিমের অনুসারীদের ওপর ক্ষিপ্ত হয়। শুক্রবার সকালে হাজী সেলিমের অনুসারী সাবু হোসেনকে (৪৫) মফিজ আলম ছুরিকাঘাত করেন। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সাবুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।