গ্রাম বাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে একান্তে দীর্ঘ আলোচনা করেছেন পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। গতকাল রাতে গুলশান ক্লাবে এক ঘণ্টারও বেশি সময়ব্যাপী তারা একান্তে কথা বলেন। দলের টালমাটাল অবস্থার মধ্যে এরশাদের সঙ্গে হাওলাদারের এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। নির্বাচনে ও সরকারে অংশ নেয়া নিয়ে চলা টানাপড়েনের মধ্যে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। তবে বাবলুকে এ দায়িত্ব দেয়ার পর নতুন করে মেরুকরণ শুরু হয় দলে। নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় বিভক্তি। সর্বশেষ বিরোধী দলের উপনেতা মনোনয়ন এবং দলীয় মন্ত্রীদের পদত্যাগের আলোচনা শুরু হওয়ায় নতুন করে গৃহদাহ দেখা দেয় জাপায়। এ ইস্যুতে দলের দুই প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেন এরশাদ। এবিষয়ে সংসদ লবিতে দলের সিনিয়র এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।