গাজীপুরে শিক্ষানবী আইনজীবী সোহেল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

Slider গ্রাম বাংলা জাতীয়

file

 

সামছুদ্দিন কোর্ট রিপোর্টার , গাজীপুর অফিস; গাজীপুর শহরের ছায়াবীথী এলাকায় শিক্ষানবীশ আইনজীবী ফিরোজ্জামান সোহেল হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ হয়েছে।

বৃহসপতিবার গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া ওই আদেশ দেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, গাজীপুর শহরের দক্ষিন ছায়াবীথী এলাকার আমেনা বেগম, তার ছেলে সজল, ছেলে তিথি ও রাব্বি এবং কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৯ মার্চ আসামীরা ভিকটিমকে গাজীপুর শহরের দক্ষীন ছায়াবীথী এলাকায় কুপিয়ে মারাত্বক জখম করে। পরদিন ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ফিরোজ্জামান সোহেল মারা যায়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়। পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ দিন শুনানীর পর আজ আদালত ওই মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জড়িমানা করেন। রায়ের সময় তিন আসামী পলাতক ছিলেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করে সরকারী আইনজীবী আতাউর রহমান এবং বাদী পক্ষের মনোনীত  এড. তওহীদুল ইসলাম রনি। আসামী পক্ষে ছিলেন এড. মোহাম্মদ আলী ও মোঃ নুরুল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *