পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সীমা কিছুটা পরিবর্তন এনেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি ২৫ জুন বন্ধ থাকবে।
রেলমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন কমলাপুর রেলস্টেশনে নতুন ট্রেন সোনার বাংলা উদ্বোধন করবেন। এদিন আগামী ৪ জুলাইয়ের ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা ছিল। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ২৬ জুন। ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭ জুন।
রেলওয়ে বিভাগের পরিচালক (অপারেশন) শাহ জহুরুল ইসলাম বলেন, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এক দিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।
২২ জুন থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের কাছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।