দুই শিফট চালু করার প্রতিবাদে রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ভিকারুননিসা স্কুল ও কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী প্রধান ক্যাম্পাসের ১ নম্বর ফটকের বিপরীতে সড়কে অবস্থান নেয়। তাদের অভিযোগ, কোন ধরনের ঘোষণা বা নোটিস না দিয়ে আকস্মিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে কলেজের একজন শিক্ষক জানিয়েছেন, শ্রেণিকক্ষ সঙ্কটের কারণে বিদ্যালয় পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) এই সিদ্ধান্ত নিয়েছে।