গত মাসে রুবেল হোসেনের গোপনে বিয়ের খবরে হৈ চৈ পড়ে গিয়েছিল। বাংলাদেশের দ্রুতগতির এ পেসারের বিয়ের কথা মাস খানেকও গোপন রাখতে পারেননি। কিন্তু আরেক পেসার আল-আমিন হোসেন নিজের বিয়ে কথা গোপন রাখলেন প্রায় বছর তিনেক। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই তিনি বিয়ে করেন বলে সম্প্রতি এক সাক্ষাকারে তিনি স্বীকার করলেন। আর সেটা যে প্রেমের বিয়ে ছিল সেটাও গোপন রাখলেন না। বাংলাদেশের হয়ে আল-আমিনের অভিষেক হয় ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে। দেশের হয়ে এখন পর্যন্ত ৬ টেস্টে ৬ ও ১৪ ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট। আর ২৫ টি-টোয়েন্টিতে তার উইকেট ৩৯। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে ২৬ বছর বয়সী আল-আমিন হোসেন বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই আমি বিয়ে করেছিলাম। সেটা প্রেমের বিয়ে ছিল। আমার ইচ্ছা ছিল, ২০১৫ বিশ্বকাপের পর সবাইকে আমার বিয়ের বিষয়টি জানাবো। কিন্তু সেই সময় পরিস্থিতি খারাপ থাকায় জানাতে পারিনি। তবে জাতীয় দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় আমার বিয়ের বিষয়টি জানেন।’ ২০১৫-বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় যান আল-আমিন। কিন্তু কোনো ম্যাচ খেলার আগেই তাকে দেশে ফিরতে হয়। নিয়ম ভেঙে তিনি বাইরের কোনো হোটেলে ছিলেন বলে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়। এতদিন পর বিয়ের বিষয়টি প্রকাশ করা নিয়ে আল-আমিন বলেন, ‘আমার বিয়ের বিষয়টি স্বীকার না করা ঠিক হবে না। মনে করি, আমার দুই ধরনের ভক্ত আছে। একদল আমার খেলার ভক্ত, আরেক দল আমি কেমন মানুষ হিসেবে কেমন তার ভক্ত। আমি যেহেতু বিবাহিত তাই অনেকে এখন আর আমাকে নিয়ে অন্যভাবে ভাববে না।’