এর ঈদুল ফিতরে ৪ জুলাই থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে এবার টানা ৯ দিন ছুটি থাকছে। ৪ জুলাই অফিস থাকলেও সেদিন ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আগামী ১৬ জুলাই শনিবার সরকারি চাকুরেদের অফিস করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ অথবা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল। রোজার ঈদের আগে সরকারি চাকুরেদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ জুলাই শব-ই-কদর ও ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ। ঈদের পর আগামী ১০ জুলাই অফিস খুলছে।