বাংলাদেশের মানুষের গড় আয়ু আরও এক ধাপ বেড়ে ৭১ বছরের কাছকাছি পৌঁছেছে। ২০১৪ সালে একজনের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস ছিল। আর ২০১৫ সালে এসে তা বেড়ে হয়েছে ৭০ বছর ৯ মাস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য জানা গেছে।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আর্থসামাজিক সূচকের রিপোর্ট প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রিপোর্টে দেখা গেছে, বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় বেশি বাঁচেন। নারীর গড় আয়ু ৭২ বছর। আর পুরুষের ৬৯ বছর ৪ মাস।