ঢাকা: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (২২ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, জাপানে দুই মাস আগে যে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে, তার প্রভাবেই ভারীবর্ষণ ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
গত এপ্রিল মাসে জাপানের সর্ব দক্ষিণাঞ্চলে একটি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় প্রায় ৪৯ জন মানুষ নিহত হন।
বুধবার সকালেও ভূমিকম্প পরবর্তী ছোট মাত্রার ভূমিকম্প (আফটার শক) অনুভূত হয়েছে।