ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
মঙ্গলবার (২১ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১২মিনিটে (বাংলাদেশ সময়: রাত ১১টা ১২ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি দেশটির ৬৪ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে নামাতানাই এলাকায় আঘাত হানে। ভূ-কম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬৫ কিলোমিটর গভীরে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।