ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনের মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের মেয়রকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। তবে অন্য সিটি করপোরেশনের মেয়রদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে এ কথা জানান।
বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আছেন আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আছেন সাঈদ খোকন। নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের মেয়র হিসেবে আছেন সেলিনা হায়াৎ আইভী।