মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০,০০০ টাকা করা হবে —মুক্তিযুদ্ধ মন্ত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

Minister-kapasia

উপজেলা করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কাপাসিয়া: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড.আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বছর মুক্তিযোদ্ধাদের ১০,০০০ টাকা ভাতা করার চেষ্টা করব। একই সাথে এ কে খন্দকারের লেখা ভিতরে- বাইরে বইটি সংশোধনের চেষ্টা করবো।

মন্ত্রী আরো বলেন, দেশে দুটি শক্তি বিদ্যমান একটি মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি অপরটি একাত্তরের পরাজিত শক্তি। আমরা আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করব।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদ মাঠে অধ্যাপক ডা: মো: শহীদুল্লাহ সিকদারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মন্ত্রী এ সব কথা বলেন।

অধ্যাপক রবীন্দ্রকুমার বক্সী সঞ্চালনায় ও আবদুল কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মো: মাহবুব আলী এম পি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ফণি ভূষণ চৌধুরী, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক এম পি কাজী মোজাম্মেল হক, নূরুর রহমান সেলিম, মাহমুদুল আলম খান বেনু, সাবেক এম পি মুহম্মদ শহীদুল্লাহ, এম এ গণি, আ: হাই চেয়ারম্যান প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদুল্লাহ সিকদার স্মৃতিচারণ করে বলেন, চিকিৎসা ব্যবসা নয়, প্রো ভিসি হয়ে এখনো ভাড়া বাসায় থেকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ করেছি চুরি করার জন্য নয় মাথা উচু করে চলার জন্য।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কন্ঠশিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার ও মধু সহ স্থানীয় সংগীত শিল্পিরা।

তবে অনুষ্ঠানে বক্তার সংখ্যা বেশী হওয়ায় অনুষ্ঠান শেষ হতে দেরি হয়। ফলে মন্ত্রী সমাপনী বক্তব্য না দিয়েই চলে যান।

এ প্রসঙ্গে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ গ্রাম বাংলাকে বলেছেন, মন্ত্রী প্রথমে দুই মিনিট ভাষন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *