সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলছে না

Slider জাতীয়

 

2016_02_11_20_38_13_zNTMxOmt8UOuEUrabj3dIIWt6tShRw_original

 

 

 

 

ঢাকা : পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মারামারির জেরে রাজধানীর সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাসই চলছে না। যাত্রীরা সকাল থেকে অপেক্ষা করছেন। তবে বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না।

মঙ্গলবার (২১ জুন) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গণমাধ্যমকে বলেছেন, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলছে না। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে বলে জানান তিনি।

চট্টগ্রামের ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক বলেছেন, ‘টার্মিনাল কিংবা কাউন্টার, কোনো স্থান থেকেই দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।’

গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

সোমবার বেলা ১২টার দিকে বঙ্গভবনের পূর্ব দিকে ওই কার্যালয় দখল নিয়ে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর রাস্তার উপর বাস রেখে মেয়র হানিফ ফ্লাইওভার বন্ধ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

তিন ঘণ্টা হানিফ ফ্লাইওভারে দিয়ে যান চলাচল বন্ধ থাকার পর বিকেলে ওয়ারি জোনের ডিসির মধ্যস্থতায় গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।

ওসি মো. আনিসুর রহমান  জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়ারি জোনের ডিসি মঙ্গলবার (আজ) দুই পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বাস সরিয়ে নেয়।

বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের ওই কার্যালয়টি আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন তা দখলে নিলে বিবাদ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *