মেক্সিকোতে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, পুলিশসহ শতাধিক মানুষ এ সময় আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে। সেখানে গত সপ্তাহে উচ্চ পর্যায়ের দু’জন ইউনিয়ন নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এর প্রতিবাদে সিএনটিই ইউনিয়নের সদস্যরা মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সড়কগুলোতে প্রতিবন্ধকতা তৈরি করে। কর্তৃপক্ষ বলেছে, পুলিশ ওইসব প্রতিবন্ধকতা পরিষ্কার করার চেষ্টা করলে সড়কের দু’দিক থেকে অজ্ঞাত অস্ত্রধারীরা তাদের ওপর গুলি করা শুরু হরে। এতে বিশৃংখল অবস্থা সৃষ্টি হয়। মেক্সিকোর ন্যাশনাল সিকিউরিটি কমিশন বলেছে, ওই এলাকায় অপারেশন চালানোর সময় তাদের কাছে অস্ত্র ছিল না। পরে ফেডারেল পুলিশ প্রধান এনরিক গাালিন্দো বলেন, পুলিশের দিকে গুলি করার পরে এক ইউনিট পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ সময় যারা বিক্ষোভ করছিল তাদের সঙ্গে প্রতিবাদকারীদের কোন সম্পর্ক ছিল না।