ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রোববার ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন।
এ সময় সেখানে সরকারের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) রাজেশ উইকে ও ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) রমাকান্ত গুপ্ত এ সময় তার সঙ্গে ছিলেন।
সম্প্রতি রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি প্রদানের প্রেক্ষাপটে রোববার মিশন পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে ভারতীয় হাইকমিশনার রামকৃষ্ণ মিশনে যান। সেখানে দুই ঘণ্টা অবস্থানকালে তিনি মিশনের সব মহারাজাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হুমকির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় কম্পিউটারে টাইপ ও হাতের লেখা হুমকি সংবলিত একটি চিঠি আসে ঢাকার রামকৃষ্ণ মিশনে। চিঠিতে মিশনের ধর্মগুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করে তাকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেন।