গাজীপুরে স্কুলছাত্রী হত্যায় ফাঁসির রায়

Slider গ্রাম বাংলা টপ নিউজ

10917893_1586310234843177_2785436532876773338_n

 

গাজীপুর: কালিয়াকৈরে স্কুলছাত্রী কবিতা রানীকে হত্যায় বিক্রম চন্দ্র নামের এক যুবকের ফাঁসির রায় দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আজ সকালে গাজীপুরের  জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এই রায় দেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে নিম্ন আদালতে মামলাটি পরিচালনা করে দায়রা জজ আদালতে সরকারি আইনজীবীকে এ মামলাটিতে সহায়তা করেন অ্যাডভোকেট সাহিদা পারভীন। গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ জানান, গত বছরের ১৩ই অক্টোবর উপজেলার  বোর্ড ঘর এলাকার বিজয় সরণী হাই স্কুলের গেইটে পৌঁছলে দশম শ্রেণীর ছাত্রী কবিতা রানীকে পাশের ছোট কাঞ্চনপুর গ্রামের বিক্রম চন্দ্র ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক বিক্রমকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সাগর মনি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী এস আই আতিকুর রহমান রাসেল বাদী হয়ে তদন্ত শেষে গত ২৫শে মে বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়া শেষে আদালতের বিচারক এ রায়  দেন। রায়ের পর বাদী নিহত কবিতা রানীর বাবা নিজে এবং তাদের আইনজীবী আদালতের রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *