পিরোজপুর: লিবিয়ার জাওয়াইয়া শহরের সাবরিয়া এলাকার এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।
বুধবার (১৫ জুন) লিবিয়ার স্থানী সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোস্তফা কামাল (৪২), বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আফজাল জমাদ্দারের ছেলে বেলায়েত জমাদ্দার (৪২) ও একই গ্রামের আবু হানিফা (৪৫)।
মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, সাবরিয়া এলাকার একটি বাড়িতে বুধবার সন্ধ্যায় ইফতার করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাংলাদেশি পাঁচ শ্রমিক দগ্ধ হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে জাওয়াইয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের ত্রিপলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোস্তফা কামাল, বেলায়েত ও আবু হানিফ মারা যান।
বর্তমানে মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের সাত্তার খানের ছেলে দুলাল খান ও পাথরঘাটার চরদুয়ানি গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে চুন্নু বিশ্বাস ওই হাসপাতালে চিকিৎসাধীন।
পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বেলায়েত ও আবু হানিফের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেন, লিবিয়ায় কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। তবে এখনো লিবিয়ার দূতাবাস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।