মাগুরা: মাগুরা সদর উপজেলার মগিরঢাল নামক স্থানে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সরদার কামাল (৪০) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, একটি দেশি বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, মাগুরা-যশোর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাত সরদার কামাল নিহত হয়।
তার বাড়ি সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামে। বাবার নাম আফসার সরদার।
ডাকাত সরদার কামাল একাধিক মামলার আসামি ছিলেন বলেও জানান ওসি।