যারা ঐক্যের কথা বলছে তারাই গুপ্তহত্যা করছে

Slider জাতীয় রাজনীতি

19019_hanif

 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন যারা জাতীয় ঐক্যের কথা বলছেন তারাই দেশে গুপ্তহত্যা করছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির শীর্ষ নেতা মওদুদ আহমদের জাতীয় ঐক্য প্রসঙ্গে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। কিন্তু কাদের সঙ্গে কী ঐক্য করব? যারা ঐক্যের কথা বলছেন তারাই তো এসব গুপ্তহত্যার সঙ্গে জড়িত। গুপ্তহত্যা কারা করছে সবাই তা জানে। হানিফ বলেন, আজকে বাংলাদেশ সব দিক থেকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার জন্য সারা দেশে গুপ্তহত্যা শুরু করেছেন। এ ধরনের গুপ্তহত্যা করে সরকার পতন সম্ভব না। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সময় খালেদা জিয়া তা বন্ধের জন্য আন্দোলন করেছেন। খালেদা জিয়ার নেতৃত্বে তখন জামায়াত আন্দোলন-সংগ্রামের নাম করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সরকারকে পতন ঘটানোর নামে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকা- করেছে। ২০১৫ সালে তথাকথিত আন্দোলনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে।সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *