গ্রাম বাংলা ডেস্ক: জাতীয় পার্টিতে কোনো সঙ্কট নেই দাবি করে দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, জাপা একটি বড় পার্টি। এ পার্টিতে মতবিরোধ থাকতেই পারে। তবে কোনো বিরোধ নেই। এরশাদ ও রওশন এরশাদের মধ্যেও কোনো বিরোধ নেই। তিনি বলেন, জাপা একটি গণতান্ত্রিক পার্টি। আর সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল হচ্ছে ছায়া সরকার। প্রধানমন্ত্রী হলেন সংসদ ও বিরোধীদলের নেতা। এ জন্য আমাদের দলের যে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন।
আজ এরশাদের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বাবলু ছাড়া জাতীয় পার্টির অন্য কেউ ছিলেন না।
বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর সম্প্রতি এরশাদ সম্পর্কে মন্তব্যের জবাবে জিয়াউদ্দিন বাবলু বলেন, তাজুল ইসলাম বিতর্কিত লোক। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ও আমরা শুনেছি। তিনি বিএনপিসহ একেক সময় একেক পার্টি করেছেন। তার বক্তব্য চেয়ারম্যানের গোচরে এসেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্পিকারের কাছে চেয়ারম্যানের অনুমতি ছাড়া উপনেতা মনোনয়নের জন্য চিঠি দেয়া রওশন এরশাদের শৃঙ্খলা ভঙ্গ কিনা- এ প্রসঙ্গে বাবলু বলেন, এটা চেয়ারম্যানের বিষয়। তিনিই ভালো বলতে পারবেন।