গুজরাট মুসলিম বিরোধী দাঙ্গায় ১১ জনের যাবজ্জীবন

Slider সারাবিশ্ব

 

2016_06_17_13_35_16_Q4bXZqHic5YNyYJKJqstZTGR5y65Eu_original

 

 

 

 

 

ঢাকা : ২০০২ সালে গুজরাটের একটি মুসলিম বিরোধী দাঙ্গায় জড়িত থাকায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। অভিযুক্ত মোট ২৪ জনের মধ্যে ১২ জনের ৭ বছরের কারাদণ্ড এবং একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঐ ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে অভিযুক্ত করেছিল ভারতের একটি বিশেষ আদালত। একই সাথে আহমেদাবাদ শহরে গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডের ঐ ঘটনায় ৩৬ জনকে খালাসও দিয়েছিল।

গুজরাটের গুলবার্গ সোসাইটি কমপ্লেক্সের ঐ দাঙ্গায় কুপিয়ে ও আগুনে পুড়িয়ে অন্তত ৬৯ জনকে হত্যা করেছিল দুষ্কৃতিকারীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের পর ওই দাঙ্গার ঘটনাই ছিল সবেচেয়ে ভয়াবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *