গ্রাম বাংলা ডেস্ক: রাজশাহীর চারঘাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালিয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শ্রমিক ও একজন ভ্যান চালক।
নিহতরা হলেন মোজাম্মেল হক (৫০), মুকুল হোসেন (৩৮) ও জামাল উদ্দিন (৪৫)।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্তজা এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।
ওসি জানান, গত দুই দিন ধরে একই গ্রামের চফেল উদ্দিনের বাড়িতে পয়নিষ্কাশনের জন্য সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন এই তিনজন।
প্রথম দিনের কাজের পর দ্বিতীয় দিন কাজে এসে ট্যাংকের মুখ খোলার পর ভেতরে থাকা বিষাক্ত গ্যাস এক শ্রমিকের মুখে লাগে এবং তিনি ট্যাংকের ভেতর পড়ে যান।
এসময় তাকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও ট্যাংকের ভেতর পড়ে গেলে তিনজনেরই মৃত্যু ঘটে।