কণ্ঠশিল্পী ন্যান্সি এখন রাজনৈতিক নেত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বিনোদন ও মিডিয়া সারাদেশ

b00d288b6e68e38e6bd590080836ba82-24
গ্রাম বাংলা ডেস্ক: সংগীতশিল্পী ন্যান্সি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

দায়িত্ব প্রাপ্তির পর ন্যান্সি সাংবাদিকদের জানান, আনেক আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শের প্রতি তার দুর্বলতা ছিল। এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ আমাকে মুগ্ধ করেছে। এর বাইরে তার মা নেত্রকোনা জাসাসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এসব থেকেই তার রাজনীতিতে এসেছেন।

তিনি বলেন, আমি এখন রাজনীতিতে আসলেও ’শিল্পী ন্যান্সি সবার’ বলে মনে করি। শ্রোতাদের কারণেই আমি ন্যান্সি হয়েছি। তার মানে এই নয় যে, শিল্পী ন্যান্সির কারণে মানুষ হিসেবে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না।

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন। তিন বছর পর থেকে মঞ্চে নিয়মিত গাওয়া শুরু করেন। সিনেমায় গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *