মোঃ জাকারিয়া, গাজীপুর অফিস: গ্রামীন ফোন স্টার গ্রাহকদের নিয়ে আঞ্চলিকভাবে গাজীপুরে ইফতার পার্টি হয়েছে। কোন অপারেটরের পক্ষ থেকে বিশেষ শ্রেনীর গ্রাহকদের নিয়ে এই ধরণের অনুষ্ঠান এটাই প্রথম বলে অনেকের দাবী।
বৃহসপতিবার গাজীপুর মহনাগরের চান্দনা এলাকায় ভাওয়াল কনভেনশন সেন্টারে ওই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে ৯ শতাধিক স্টাফ গ্রাহক উপস্থিত ছিলেন।
এসময় গ্রামীন ফোনের রিজিওনাল ম্যানেজার(হেড) তাজিব আহম্মেদ, এরিয়া ম্যানেজার নাফিজ আহম্মেদ, ডিস্টিবিউটর মোবারক হোসেন, টেরিটরি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহিউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উন্নত মান সম্পন্ন ইফতারীর পর প্রত্যেক গ্রাহককে একটি করে উপহার দেয় গ্রামীনফোন।