গাজীপুরে গ্রামীন ফোন স্টার গ্রাহকদের ইফতার অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা তথ্যপ্রযুক্তি

IMG_20160616_185049

 

মোঃ জাকারিয়া, গাজীপুর অফিস: গ্রামীন ফোন স্টার গ্রাহকদের নিয়ে আঞ্চলিকভাবে গাজীপুরে ইফতার পার্টি হয়েছে। কোন অপারেটরের পক্ষ থেকে বিশেষ শ্রেনীর গ্রাহকদের নিয়ে  এই ধরণের অনুষ্ঠান এটাই প্রথম বলে অনেকের দাবী।

বৃহসপতিবার গাজীপুর মহনাগরের চান্দনা এলাকায় ভাওয়াল কনভেনশন সেন্টারে ওই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে ৯ শতাধিক স্টাফ গ্রাহক উপস্থিত ছিলেন।

এসময় গ্রামীন ফোনের রিজিওনাল ম্যানেজার(হেড)  তাজিব আহম্মেদ, এরিয়া ম্যানেজার নাফিজ আহম্মেদ, ডিস্টিবিউটর মোবারক হোসেন, টেরিটরি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহিউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

IMG_20160616_184959

 

 

উন্নত  মান সম্পন্ন ইফতারীর পর প্রত্যেক গ্রাহককে একটি করে উপহার দেয় গ্রামীনফোন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *