ইয়েমেন যুদ্ধের ইতি ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

Slider সারাবিশ্ব

18803_Yemen

 

 

 

 

ইয়েমেন যুদ্ধের ইতি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে সেখানে সন্ত্রাস বিরোধী অপারেশনের জন্য তাদের সেনারা সেখানে অবস্থান করবে। বুধবারে টুইটারে এ ঘোষণা দিয়েছেন আবু ধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, তিনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আনওয়ার গারগাশের বক্তব্যকে উদ্ধৃত করে ওই ঘোষণা দিয়েছেন। আনওয়ার গারগাশ বলেছেন, ‘আমাদের সেনাদের যুদ্ধ শেষ’।

তিনি আরও বলেছেন, দেশটিতে রাজনৈতিক ব্যবস্থাপনায় নজরদারি করছিল সংযুক্ত আরব আমিরাত এবং যেসব এলাকা মুক্ত হয়েছে সেখানকার ইয়েমিনিদের ক্ষমতায়ন করার চেষ্টা করেছে তারা। উল্লেখ্য, ইয়েমেনে এক বছর আগে শুরু হওয়া সৌদি আরবের নেতৃত্বাধীন লড়াইয়ে সবচেয়ে সক্রিয় সদস্য সংযুক্ত আরব আমিরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *