মেহেরপুর: কাফনের কাপড় পাঠিয়ে মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে চিরকুটে হুমকি দেয় রিন নামের এক ব্যক্তি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র।
পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিস মেহেরপুর কার্যালয়ের ডেলিভারিম্যান এসে একটি খাম দিয়ে যায়। আর তা খুলে কাফনের কাপড় ও একটি চিরকুট দেখতে পান তিনি। চিরকুটের লেখানুযায়ী তাকে ঈদের দিন ঈদগাহ ময়দানে হত্যার হুমকি দেয়া হয়েছে। খামে প্রেরকের ঠিকানা স্থলে রনি, জিগাতলা, ধানমন্ডি ঢাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে।
এদিকে হত্যার বিষয়টি নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়েছেন মেয়রসহ তার পরিবারের সদস্যরা। আতঙ্ক বিরাজ করছে পৌর পরিষদে। নিরাপত্তা চেয়ে দুপুরের সদর থানায় একটি জিডি করেছেন মেয়র।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, ব্যক্তিগত কিংবা পৌর পরিষদ কেন্দ্রীক কোনো বিরোধের জের ধরে মেয়রকে হত্যার হুমকি দেয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ হুমকি খাটো করে দেখার সুযোগ নেই। সারাদেশে বিভিন্ন প্রকার ঘটনা ঘটছে। তাই মেয়রের পর্যাপ্ত নিরাপত্তা ও ঘটনার জোর তদন্তের প্রক্রিয়া চলছে।