দেশের বাজারে বিভিন্ন ধরনের স্বর্ণের দাম বাড়ছে। ২২ ক্যারট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ছে এক হাজার ২২৬ টাকা। আগামী শনিবার থেকে এ দর কার্যকর হবে।
বৃহস্পতিবার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রুপার নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
সর্বশেষ গত ২৯ মে স্বর্ণ ও রূপার দাম কমানো হয়েছিল।