জাসদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্য প্রসঙ্গে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা সব অতীত জেনেই ঐক্য করেছি। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামী ১৯শে জুন রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১৪ দলের নেতৃত্বে সারা দেশে সাম্প্রতিক গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি সফল করতে এই যৌথসভা করা হয়। তিনি বলেন, ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়। হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। ১৪ দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবেই শেখ হাসিনার নেতৃত্বে দেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য ভূমিকা রাখবে। এই বক্তব্য নিয়ে কারো উস্কানিতে কোনো লাভ হবে না।