গাজীপুর অফিস: বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
দণ্ডিতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. রিয়াজ উদ্দিন ওরফে ময়নালের ছেলে মো. পারভেজ (২৩) ও আমজাদ হোসেনের ছেলে মো. অমিত হাসান (২১)।
মামলার নথি থেকে জানা যায়, তাস খেলাকে কেন্দ্র করে গত বছরের ২৬ সেপ্টেম্বর গভীর রাতে ওই এলাকার মো. নূরুল ইসলাম নবীর ছেলে মাসুদকে (২০) কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করে তার দুই বন্ধু মো. পারভেজ ও অমিত হাসান।
ওই রাতেই এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসানকে আটক করে।
ওই আদালতের পিপি হারিজ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় পরদিন নিহতের বাবা মো. নুরুল ইসলাম নবী বাদী হয়ে মো. পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পিপি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম ওই বছরের ৩০ নভেম্বর পারভেজ ও অমিতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ বছরের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।