গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৭২ লাখ টাকা ছিনতাই

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

news

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪ .কম
কালিগঞ্জ: ডিবি পুলিশ পরিচয়ে পোষাক কারখানার শ্রমিকদের বেতনের ৭২ লাখ টাকা ছিনতাইয়ের পর ঘোড়াশাল ব্রীজ থেকে গাড়ি উদ্ধার হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলার ঘোড়াশাল থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় গাড়িটি(ঢাকা মেট্রো চ-১১-৮৪৫৬) উদ্ধার করে। গাড়িতে পুলিশের ব্যবহৃত একটি ওয়ারলেছ সেট পাওয়া যায়। তবে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরের বিশ্বরোড সংলগ্ন জাজার এলাকায় অবস্থিত নার সুয়েটার ফাক্টরীর কর্মকর্তারা শ্রমিকদের বেতন দিতে ৭২ লাখ টাকা নিয়ে গাড়িতে করে ফ্যাক্টরীতে আসেন। ফাক্টরীর নিকটবর্তি জায়গায় আসলে রাত ৮টার দিকে একটি মাইক্রোবাস টাকাবাহী গাড়িটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাসী শুরু করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ঘটনার পর গাজীপুর পুলিশ জেলার সকল সীমান্তে বিশেষ সতর্কতা জারী করে। পুলিশের তৎপরতা দেখে ছিনতাইকারীরা ঘোড়াশাল ব্রীজে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমূল হক ভূইয়া গাড়ি উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন, ছিনতাইকারীদের আটকে বিশেষ অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *