যশোর: যশোরের ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে উপজেলা সদরের ওয়াবদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। কিন্তু কী কারণে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট করে বলছে না ঝিকরগাছা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ ব্যস্ততার কথা বলে বিষয়টি বারবার এড়িয়ে যাচ্ছেন।
তবে মঙ্গরবার সকাল ৯টার দিকে মুঠো ফোনে যশোরের সহকারী পুলিশ সুপার ( ক সার্কেল) ভাস্কর সাহা জানান, সোমবার রাতে শহিদুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় পুলিশ অভিযানে গিয়েছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আহত শহিদুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।