‘ফ্লোরিডার নাইটক্লাবে হামলা কাপুরুষোচিত’

Slider জাতীয়

18315_khaleda

 

 

 

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডো শহরে একটি সমকামী নাইটক্লাবে উগ্রপন্থি দুষ্কৃতিকারীর হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে ওই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছেন তিনি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত  এক শোকবার্তায় ওই ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, অরলান্ডো শহরে একটি নাইটক্লাবে উগ্রবাদী দুষ্কৃতকারীর হামলা শুধু অমানবিকই নয়, এটি কাপুরুষোচিত। উগ্রবাদ শুধু নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়, এটির ভৌগোলিক বিস্তৃতি খুব দ্রুতগতিতে অগ্রগতি লাভ করেছে। এদের কর্মকাণ্ড সারা বিশ্বকেই হুমকির মুখে ফেলেছে। এটি সহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি ও মানবতার ওপর হামলা। যারা হিংস্র পশুর আত্মা ধারণ করে তারাই এই ধরনের অমানবিক, নির্দয় হামলা সংঘটিত করতে পারে। মনে হয় বিশ্বব্যাপী এই উগ্রপন্থি দুস্কৃতিকারিরা তাদের দুস্কর্মের বাধাহীন স্বাধীনতাকে নিজেদের অধিকার বলে মনে করছে। তিনি বলেন, এরা অপরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারে না। এরা মানুষ হত্যার বীরত্বে বন্য উল্লাসে মেতে ওঠে। সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মীয় সহিষ্ণুতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক সংবিধান ও আইনের শাসনকে শত্রুজ্ঞান করে। জীবন, ভালবাসা ও মনুষ্যত্বের কোন বোধ এদের হৃদয়ে প্রবেশ করেনি। তাই এরা হাতে বন্দুক নিয়ে নির্বিচারে মানুষ মারতে বিচলিতবোধ করে না। এদের অন্তর্লোকে শান্তি ও সহাবস্থানের কোন স্থান নেই।  বিএনপি চেয়ারপারসন বলেন, সন্ত্রাসীদের কোন রাষ্ট্রীয় সীমানা নেই। সারাবিশ্বকে অস্থিতিশীল করে সন্ত্রাসীরা নিজেদের অন্ধ মতাদর্শকে চাপিয়ে দিতে চায় মানুষের ওপর। এটি করতে গিয়ে তারা আশ্রয় নেয় হিংস্র পশুশক্তির। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক গড়ে উঠেছে মধ্যযুগীয় অন্ধকার পরিব্যাপ্ত করার জন্য। মানবতাবোধশূন্য এই অশুভ শক্তি তাদের মতাদর্শের বিরোধী যে কোন ব্যক্তি বা কর্মকাণ্ডকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের এই বিধ্বংসী কর্মকাণ্ডের ছোবল থেকে নারী-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পায় না। এরা স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে চায় হিংসা-বিদ্বেষ ও হানাহানী। শুভবুদ্ধিসম্পন্ন সকল মানুষ উদ্দীপ্ত বদ্ধপরিকরভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে কালের পরম্পরায় বিশ্বব্যাপী মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের অন্ধগলিতে হারিয়ে যাবে।  এ নৃশংস ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান খালেদা জিয়া। তিনি বলেন, ফ্লোরিডার মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীকে উদ্বিগ্ন করে তুলেছে। এই শোকাহত ঘটনায় আমি যুক্তরাষ্ট্রের শোকাহত জনগণ ও সরকারকে সহমর্মিতা জ্ঞাপন করছি। অত্যন্ত সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ওই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি। অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ঘটনার নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *