রাজধানী থেকে বিলাসবহুল চারটি গাড়ি জব্দ

Slider জাতীয়

 

18192_car

 

 

 

 

 

অবৈধ গাড়ির সন্ধানে অভিযানরত শুল্ক গোয়েন্দারা রাজধানীর বারিধারা থেকে চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে। রোববার বিকালে বারিধারার জে ব্লক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িগুলো জব্দ করা হয়।  গাড়ি চারটির মধ্যে দুটো সিডান ও দুটো জিপ। সিডান গাড়িগুলো হলো ওডিএ৫, মার্সিডিজ ই২৪০। দুটো জিপের একটি মার্সিডিজি এমএল৩৫০, অন্যটি বিএমডব্লিউ এক্স৫। গাড়িগুলোর মধ্যে মার্সিডিজ জিপে অন্য একটি গাড়ির নম্বর প্লেট যুক্ত ছিল। অন্যগুলোতে কোন নম্বর প্লেট ছিল না। আটক গাড়ি চারটির শুল্কসহ দাম প্রায় ১০ কোটি টাকা। গাড়িগুলো স্বদেশ মটরসের তত্ত্ববাবধানে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *