নাটোর: নাটোরে পুলিশের বিশেষ অভিযানে তিন শিবির কর্মীসহ বিভিন্ন মামলার ৫০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও রেজিস্ট্রিবিহীন ৫৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুন) রাত থেকে রোববার (১২ জুন) সন্ধ্যা পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে শিবির কর্মীরা হলেন- লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯), একই গ্রামের সুরুজ মোল্লার ছেলে শরিফুল ইসলাম (২০) এবং আগ্রানগাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে শিহাব আলী (১৮)।
নাটোর পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার মুর্খাজী জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে তিনজন শিবির কর্মী, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক আসামিসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে, অভিযানের সময় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে রেজিস্ট্রিবিহীন ৫৪টি মোটর সাইকেল জব্দ করে তাদের বিরুদ্ধে প্রসিউকিশন দেওয়া হয়েছে।
এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসপি।