জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন হাওলাদারকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার আর দলীয় কোন্দল নিয়ে প্রতিপক্ষ ওই ইউনিয়নের মেম্বার ও যুবলীগের সম্পাদক মামুনের নেতৃত্বে এই খুনে ঘটনা ঘটে। শনিবার বিকাল ৩টায় এই ঘটনার পর মহিউদ্দিন কে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আবদুর রশীদ হাওলাদারের ছেলে।