মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনার আবেদন (রিভিউ) করবেন। তার ছেলে ও আইনজীবীরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করার পর আজ শনিবার দুপুরে শনিবার সাংবাদিকেদের এ তথ্য জানিয়েছেন ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাসহ পাঁচজন আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন। এক ঘন্টারও বেশী সময় তারা কারাগারে অবস্থান করেন এবং কাশেম আলীর সঙ্গে কথা বার্তা বলেন। এর আগে কারাগারের পার্ট-২ এ সকাল ১১টায় গেছেন তারা। মীর কাসেম আলী ওই কারাগারের ৪০ নম্বর ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
কারাগারে কাশেম আলীর সঙ্গে দেখা করে বের হয়ে জেল গেইটে তার আইনজীবী মতিউর রহমান আকন্দ জানান, মীর কাশেম আলী মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনার আবেদন (রিভিউ) করার অনুমতি দিয়েছেন। রিভিউতে ন্যায় বিচার পাবেন বলেও তিনি আশা করছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাসহ পাঁচজন আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন। এক ঘন্টারও বেশী সময় তারা কারাগারে অবস্থান করেন এবং কাশেম আলীর সঙ্গে কথা বার্তা বলেন। এর আগে কারাগারের পার্ট-২ এ সকাল ১১টায় গেছেন তারা। মীর কাসেম আলী ওই কারাগারের ৪০ নম্বর ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
কারাগারে কাশেম আলীর সঙ্গে দেখা করে বের হয়ে জেল গেইটে তার আইনজীবী মতিউর রহমান আকন্দ জানান, মীর কাশেম আলী মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনার আবেদন (রিভিউ) করার অনুমতি দিয়েছেন। রিভিউতে ন্যায় বিচার পাবেন বলেও তিনি আশা করছেন।