যুক্তরাষ্ট্রে সঙ্গীত শিল্পীকে গুলি করে হত্যা

Slider সারাবিশ্ব

 

2016_06_11_15_59_47_ZEZSI6LXztwg2OQKUAWGybFGojS8Wg_original

 

 

 

 

ঢাকা: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য ভয়েস’র এক সময়কার প্রতিযোগী এবং দেশটির সঙ্গীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমিকে (২২) গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফ্লোরিডায় একটি সঙ্গীত অনুষ্ঠান শেষে তাকে গুলি করা হয়।

ফ্লোইরডার অরল্যান্ডোতে একটি কনসার্ট শেষে লোকজনকে অটোগ্রাফ দিচ্ছিলেন গ্রিমি। এমন সময় একজন লোক তাকে গুলি করে। পরে গ্রিমির ভাই লোকটিকে ধরে ফেললে সে নিজেও আত্মহত্যা করে। আহত অবস্থায় গ্রিমিকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

২০১৪ সালে দ্য ভয়েস অনুষ্ঠানের ছয়টি পর্বের তৃতীয়টি সফলভাবে শেষ করেন গ্রিমি। অরল্যান্ডো পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ক্রিস্টিনা গ্রিমি আহত হয়ে মারা গেছেন।’

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২.৪৫ মিনিটে অরলান্ডোর দ্য প্লাজা লাইভে গ্রিমিকে গুলি করা হয়। হামলাকারীর কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *