অপেক্ষার অবসান পূর্ণিমার

Slider ফটো গ্যালারি বিনোদন ও মিডিয়া

17853_purnima

 

পূর্ণিমা ফিরবেন বলে কথা দিয়েছিলেন। সে কথা তিনি রাখলেন। অভিনয়ে ঠিকই ফিরলেন। এবারের ঈদে ছোট পর্দার জন্য বেশকিছু কাজ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। মাসুদ সেজানের পরিচালনায় ‘লাভ অ্যান্ড কোং’ নামের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এখানে তার বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ। পাশাপাশি অভিনয় করেছেন এস এ হক অলিকের নির্দেশনায় ‘ফিরে যাওয়া হলো না’ নামের টেলিছবিতে। এতে তার বিপরীতে আছেন সংগীতশিল্পী হৃদয় খান। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে শুরু করবেন আরও তিনটি খণ্ড নাটকের কাজ। এ প্রসঙ্গে পূর্ণিমা মানবজমিনকে বলেন, এত কাজ করার ইচ্ছে ছিল না। এখন অনুরোধের ঢেঁকি গিলতে হচ্ছে। নির্মাতারা বলা শুরু করেছেন, ওনারটা করলেন আমারটা করবেন না কেন। এমন কথা শুনতে হচ্ছে আমাকে। এরমধ্যে শাম্মি আখতারের একটি, ইমরাউল রাফাতের একটি ও চিত্রনায়ক ফেরদৌসের লেখা এবং আবির খানের নির্দেশনায় একটি নাটকে কাজ করব। রোজার মধ্যে কাজ করার ইচ্ছে ছিল না। তারপরও করতে হচ্ছে। তবে এবারের ঈদে বেশকিছু কাজ করলেও কুরবানি ঈদে দর্শকরা পূর্ণিমাকে খুব একটা খুঁজে পাবেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এই ঈদে বেশি কাজ করা হয়েছে। তাই কুরবানি ঈদে কাজ করতে চাই না। নির্মাতারা চাইলেও খুব একটা কাজ করা হবে না। কারণ তিনি তার পরিবারকে সময় দিতে চান। গত কয়েক বছর যাবৎ স্বামী ফাহাদ ও মেয়ে আরশিয়াকে নিয়েই ব্যস্ত থেকেছেন পূর্ণিমা। এ কারণে মিডিয়া থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন অনেকটাই। সে আড়াল ভেঙে আবারও সরব হয়েছেন অল্প ক’দিন হলো। ফিরে এসে এরই মধ্যে নাটকের বাইরে শরাফ আহমেদ জীবনের পরিচালনায় একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। লম্বা বিরতিতে ডুব মারলেও পূর্ণিমা অভিনয়কে হৃদয়ে লালন করেন সবসময়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বলেছিলাম সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে। তাইতো এবার কাজগুলো করছি। প্রতিটি কাজে দর্শকরা ভিন্নতা খুঁজে পাবেন বলে আশা করছি। মাঝে অভিনয় থেকে দূরে থাকলেও ফেসবুকে নিয়মিত ছিলেন এই অভিনেত্রী। নিজের রান্না করা খাবার, মেয়ের সঙ্গে ছবি বা সেলফি নিয়মিতই প্রকাশ করেছেন। ফেসবুকে ভক্তদের মতামতও জানতে চাইতেন। মেয়েকে নিয়ে পূর্ণিমা বাসায় বেশ ভালো সময় কাটান। এ প্রসঙ্গে বলেন, আমার তো বেশ ভালোই লাগে মা আর মেয়ে মিলে সময় কাটাতে। এখন ও অনেক চঞ্চল হয়েছে। এদিকে নাটকের পর চলচ্চিত্রেও প্রস্তাব পেয়েছেন পূর্ণিমা। ছবির নাম ‘বন্ধ দরজা’। ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করবেন শাহরিয়ার নাজিম জয়। অটিস্টিক শিশুদের নিয়ে গল্প গড়ে ওঠা এ ছবিটির কাজ কবে শুরু করবেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, এ ছবিতে কাজ করব এটুকু শুধু জানি। কিন্তু কবে থেকে শুটিং শুরু হবে বা আমার সম্মানী কত এসব নিয়ে এখনও চূড়ান্ত কোনো কথা হয়নি। অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত একটি ধারাবাহিক নাটকের কাজ ঈদের পর শুরু হবে হবে বলে জানিয়েছেন পূর্ণিমা। নাম ‘ক্যান্ডি ক্র্যাশ’। এ নাটকের কাজ এর আগে শুরু হওয়ার কথা থাকলেও কেন হলো না জানতে চাইলে পূর্ণিমা বলেন, রেদওয়ান রনি এখন তার পরিচালনায় ‘আইসক্রিম’ ছবির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই আপাতত এর শুটিং হচ্ছে না। তবে ঈদের পরই এর কাজ শুরু হবে বলে জেনেছি। আশা করছি, দেরিতে শুরু হলেও ভালো একটা কাজ দর্শকরা দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *