মেসিকে নিয়ে ম্যারাডোনার সমালোচনার জবাব পেলের

Slider খেলা

 

2016_06_10_12_36_45_RtbgOJIfCsTqiJZYOeInAVOwDdexZG_original

 

 

 

 

ঢাকা: ফের একসময়ের শিষ্য লিওনেল মেসিকে খোঁচালেন দিয়েগো ম্যারাডোনা। এবার ছিয়াশির মহানায়ক প্রশ্ন তুলেছেন মেসির নেতৃত্ব গুণ নিয়ে। সমালোচনার এক পর্যায়ে ম্যাডাডোনা বলে ফেলেন, অধিনায়ক হিসেবে বার্সেলোনা সুপারস্টারের নাকি কোনো ব্যক্তিত্বই নেই।

মেসিকে নিয়ে ম্যারাডোনার সমালোচনার জবাব দিলেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি স্মরণ করিয়ে দিলেন, আগের আর্জেন্টিনা কিংবা ব্রাজিল আর এখনকার দল এক নয়। এখন আর্জেন্টিনা দল যেমন মেসির ওপর নির্ভর করে। তেমনি ব্রাজিল নেইমারের ওপর নির্ভরশীল!

ফ্যান্সের রাজধানী প্যারিসে ইউরোর উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানে যুগলবন্দী হন চিরপ্রতিদ্বন্দ্বী ম্যারাডোনা ও পেলে। পেছনের স্মৃতি ভুলে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। কথা হয় ফুটবল নিয়ে। মেসি প্রসঙ্গ আসতে ফের দু’জন বেঁকে যান দুই দিকে।

কয়েক দিন আগেই পেলে জানিয়েছিলেন, বর্তমান সময়ে সেরা ফুটবলারকে বেঁছে নিতে বললে মেসির নামটিই বলবেন তিনি। তার সঙ্গে আলাপচারিতায় ম্যারাডোনা বলেন, ‘মানুষ হিসেবে মেসি ভালো। তবে তার কোনো ব্যক্তিত্ব নেই। নেতা হওয়ার জন্য যে চরিত্র থাকা দরকার, সেটাই তো তার মধ্যে দেখছি না।’

ম্যারাডোনার মন্তব্যে পেলের প্রত্যুত্তর, ‘আমি বুঝতে পেরেছি। আমরা যে সময়ে খেলেছি, মেসি কিন্তু সে সময়ের নয়। সত্তরের দশকে ব্রাজিলে অনেক ভালো খেলোয়াড় ছিল। রিভেলিনো, গারসন, টোস্তাও তাদের মধ্যে উল্লেখযোগ্য। দেখবেন, এখনকার আর্জেন্টিনা দল মেসির ওপর নির্ভর করে থাকে। এমনটা কিন্তু তখন (ছিয়াশি) ছিল না।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ১০৭ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। নামের পাশে যোগ করেছেন ৫০টি গোল। অপরদিকে জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন দিয়েগো ম্যারাডোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *