স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : জয়দেবপুর থানায় পুরাতন ওসি লাপাত্তা হওয়ায় এসপি কর্তৃক ওসির কক্ষের তালা ভাঙ্গার পর নতুন ওসি চেয়ারে বসলেন। তবে এখনো আবিস্কার হয়নি পুরাতন ওসির অবস্থান।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা সদর জয়দেবপুর থানায় ঘটে ওই ঘটনা।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার রাতে জয়দেবপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে যোগদান করেন রেজাউল হাসান। এসময় পুরাতন ওসি এস এম কামরুজ্জামান দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তার কক্ষে তালা মেরে চলে যান। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি জেলা পুলিশ।
এদিকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কামরুজ্জামান থানায় না আসায় গুঞ্জন শুরু হয়। বেলা বাড়লেও কামরুজ্জামান থানায় আসেননি। ফলে সারাদিন ওসির কক্ষে তালা ঝুুলে থাকে। নতুন ওসি সেকেন্ড অফিসারের কক্ষে বসে সারাদিন ওসির দায়িত্ব পালন করেন।
এদিকে ওসির তালাবন্ধ কক্ষের ছবি সংবাদকর্মীরা যাতে তুলতে না পারেন সেজন্য ওসির কক্ষের সামনে সকাল থেকেই পুলিশ মোতায়ের করা হয়। সন্ধ্যায় গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ হারুনর রশিদ সরকারী কাজ শেষে ঢাকা থেকে গাজীপুর ফিরে এসে ওসির কক্ষের তালা ভাঙ্গার পর নতুন ওসি চেয়ারে বসেন।
গাজীপুরের একাধিক গোয়েন্দা সূত্র জানায়, পুরাতন ওসি কামরুজ্জামান ২০১০ সালের অক্টোবর মাসে গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) উপ-পরিদর্শক(এসআই) পদ থেকে পদোন্নতি পেয়ে বিধি বহির্ভূতভাবে একই জেলার সদর থানায় সরাসরি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পদে যোগদান করেন। একই পদে দুই বছর থাকার নিয়ম থাকলেও তা ভঙ্গ করে ওসি কামরুজ্জামান প্রায় চার বছর জয়দেবপুর থানায় দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা ধরণের দূর্নীতির অভিযোগ উঠে। কিন্তু উপরের ক্ষমতার জোরে তিনি থেকেই যান।
সূত্র বলছে, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার, পিংঙ্গাইলে ২বিঘা সরকারী জমি দখল করে ৭বিঘার উপর “মতি গার্ডেন” নামে একটি বাগানবাড়ি নির্মান, জেলার বিভিন্ন স্থানে নামে বে-নামে জমির মালিক হওয়া, সাধারণ মানুষের জমি দখলে সহযোগিতা, মাদক ব্যবসা ও জনগনের নিকট থেকে উৎকোচ গ্রহনের মাধ্যমে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন কামরুজ্জামান। ন্যায় বিচারের দাবিতে ভূক্তভোগীরা প্রায়ই থানায় ভেতরে বাইরে বিক্ষোভ মিছিলও করেছেন।
গোয়েন্দা সূত্রের সংবাদের ভিত্তিতে পুলিশের উপর মহলের নির্দেশে একবার কামরুজ্জামানের পাসপোর্টও জব্দ করা হয়েছিলো বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।
পুলিশের গোপন সূত্র বলছে, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাম ভাঙ্গিয়ে কামরুজ্জামান জয়দেবপুর থানায় দাপটের সঙ্গে বীরদর্পে চাকুরী করেন। সোমবার রাতে দায়িত্ব না দিয়ে লাপাত্তা যাওয়ার পেছনে ক্ষমতার দাপট থাকতে পারে বলে সুত্রের দাবি।
এসকল বিষয়ে জানতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) সরকারী মোবাইলে বার বার ফোন করলে ফোন কেটে দেয়া হয়। তবে থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা সংবাদের সত্যতা নিশ্চিত করলেও নাম প্রকাশ না করতে অনুরোধ করেন।