গ্রাম বাংলা ডেস্ক: অধিনায়ক মুশফিকুর রহীম সেঞ্চুরি পেয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস পরাজয়ও এড়াতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর শেষ হয় ৩১৪ রানে, ১২ রানে এগিয়ে থেকে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই হয়। মুশফিক ১১৬ রান করে সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।
বাংলাদেশ আজ শুরু করেছিল ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে। মুশফিক ৭০ ও নাসির হোসেন ৭ রান নিয়ে আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেছিলেন। নাসির ১৯ করে বিদায় নেন। এর পরের তিন ব্যাটসম্যান শুভগত হোম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ০ রানে বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৯২। তখনো ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ১০ রান, মুশফিকের সেঞ্চুরিও হয়নি। কিন্তু না। ছক্কা হাঁকিয়ে তিনি তার সেঞ্চুরি পূর্ণ করেন।
২৬ বছর বয়সী মুশফিকের একটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
দুই দলের স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ৪৮৪/৭ ঘোষণা।
বাংলাদেশ : ১৮২ ও ৩১৪।