চাঁদপুর: চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ এমভি আব-এ জম জম-এক এর কেবিন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে ওই লঞ্চের তৃতীয় তলার ১১২ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় সন্দেহভাজন হিসেবে লঞ্চের কেবিন বয়, সুপারভাইজার ও ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-লঞ্চের কেবিন বয় সোহাগ (৩০), সুজন (২৪), রিয়াজ (২৩), সুপারভাইজার ফরহাদ (২৭) ও ম্যানেজার ইউনুছ মিয়া (৩৫)।
লঞ্চের ম্যানেজার ইউনুছ মিয়া জানান, চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ঘাট থেকে সোমবার (৬ জুন) রাত ৮টায় একজন পুরুষসহ লঞ্চের ১৩১ নম্বর কেবিনে যান ওই নারী। লঞ্চটি ঢাকায় ভিড়ার পর কেবিন বয়দের অগোচরে সঙ্গে থাকা পুরুষটি নেমে গেলেও ওই নারী থেকে যান। রাতে ঢাকা থেকে ছেড়ে সকাল পৌনে ৯টায় চাঁদপুর ঘাটে এলে কেবিনে ওই নারীকে দেখতে পায় কেবিন বয়রা। পরে লঞ্চের কর্মীদের কাছে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ অলি জানান, ওই নারীর মৃত্যুর কারণ তদন্তের পরে জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের পাঁচজন কর্মীকে আটক করা হয়েছে।