জঙ্গি নিয়ন্ত্রণের নামে সরকার ধাপ্পাবাজি করছে

Slider রাজনীতি

004_207819

 

 

 

 

 

ঢাকা : সরকার জঙ্গি নিয়ন্ত্রণের নামে ধাপ্পাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জঙ্গি নিয়ন্ত্রণের নামে সরকার যা বলছে এটা তাদের চতুরতার কৌশল।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হতাকাণ্ডের ঘটনায় সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে তার প্রতিক্রিয়ায় মঙ্গলবার নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘কোনো প্রকার অনুসন্ধান ছাড়া তারা অন্যের উপর দায় চাপাচ্ছে। এতে প্রশ্ন জাগে এসব ঘটনায় কি সরকারই জড়িত কিনা।’

ইসরাইলী গোয়েন্দা সংস্থার সাথে দেশের কিছু রাজনীতিকদের আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডে তাদেরও যোগসূত্র থাকতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে সন্দেহ করেছেন তার জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে সরকার যখন বেকায়দায় পড়েছে তখন নানা কারসাজির আশ্রয় নেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট কারসাজিরই একটা অংশ।’

তিনি বলেন, ‘পবিত্র রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণ যখন ক্ষুদ্ধ তখন খালেদার বিরুদ্ধে চার্জশিট দিয়ে মোটিভ অন্য দিকে ফেরাতে চাচ্ছে সরকার।’

এখন স্বয়ং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারও জঙ্গি হামলার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতা জোর করে আটকে রেখে সরকারের আত্মতুষ্টির যেন কমতি নেই। অথচ সংসদে এমপিরাও তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্নতার কথা জানিয়েছেন।’

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেয়ার হিড়িক পড়েছে দাবি করে তিনি বলেন,
‘রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাসাস সভাপতি এমএ মালেক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *