সৌদি আরব অফিস: চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ। ইনশাআল্লাহ, এগুলি ধরা পড়বে। আমি বলতে পারি, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বে। তাদের রেহাই আমরা দেব না।
সোমবার বিকেলে মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন। সৌদি আরব সফররত প্রাধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিদমনে ভূমিকার জন্য প্রশংসিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে রোববার চট্টগ্রামে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এটা অত্যন্ত দুঃখজনক। সকালে ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দিতে বাসার কাছেই হামলার শিকার হন। বাচ্চার সামনেই তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এর আগে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করল। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে। আর এখন হচ্ছে গুপ্তহত্যা। গত ফেব্রুয়ারিতে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যার পর ধারাবাহিকভাবে বাংলাদেশে ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু-বৌদ্ধ-খিস্টান ও ভিন্ন মতাবলম্বী মুসলমান ধর্মীয় নেতা খুন হয়েছেন। এসময় তিনি বলেন, দেশীয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এসব হত্যাকা- ঘটাচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে।